নিজস্ব প্রতিনিধি – দুধ দিচ্ছে না মহিষ। তাই মহিষ নিয়ে সোজা থানায় হাজির হলেন কৃষক। ফরিয়াদ জানালের বিষয়টি সুরাহা করার জন্যে থানায় এসেছি।

 ভারতের মহারাষ্ট্রের ভিন্দ জেলার ওই কৃষক তার মহিষকে নিয়ে থানায় যান। পুলিশকে জানান তার মহিষটি দুধ দিচ্ছে না। তার ধারণা মহিষটিকে কেউ তুকতাক করেছে। এরই প্রভাবে মহিষটি দুধ দিচ্ছে না। তাই এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবারের ওই ঘটনা ভিডিও ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানান, বাবুলাল যাদব  নামে ওই ব্যক্তি শনিবার নয়াগাঁও পুলিশ স্টেশনে এসে অভিযোগ জানান যে, গত কয়েকদিন ধরে তার মহিষটি দুধ দিচ্ছে না।

অভিযোগে বাবুলালকে বলেন, কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন মহিষটির ওপর হয়ত তুকতাক করা হয়েছে। আবেদন করার প্রায় চার ঘণ্টা পর বাবুলাল আবার মহিষ নিয়ে থানায় গিয়ে  পুলিশের কাছে সাহায্য চান বলে ডেপুটি পুলিশ সুপার অরবিন্দ শাহ জানিয়েছেন।

অরবিন্দ অবশ্য বাবুলালকে নিরাশ করেননি। থানার দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাকে একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে বাবুলালকে সাহায্য করতে বলেছেন অরবিন্দ।

Loading