দক্ষিণ-পূর্ব শাখায় ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন চেয়েছে ভারতীয় রেল।

জেনে নিন:

*তবে পদটি স্থায়ী নয়। *চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ করা হবে

** কাজ দেখে চুক্তি এক্সটেনশনের আশ্বাস

দিয়েছে ভারতীয় রেল।

শিক্ষাগত যোগ্যতা :

*যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। *ইংরাজি ভাষায় জ্ঞান থাকতে হবে।

** কম্পিউটার, এমএস অফিস জাতীয় অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা :

ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। উর্ধ্বসীমা নেই।

বেতন :

মাসে ২৫,০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ :

আগামী ৩১ আগস্ট ২০২১-এর মধ্যেই আবেদন করতে হবে।

আবেদনের পদ্ধতি :

অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে ফর্ম মিললেও আবেদন করা যাবে না।

ফর্ম যে ওয়েবসাইট থেকে পাওয়া যাবে: https://ser.indianrailways.gov.in/

ফর্ম ফিলআপ হয়ে যাওয়ার পর এই  ঠিকানায় পাঠাবেন : Aditional Registrar, Railway Claims Tribunal, Esplanade Mansion, 2, Esplanade East, Kolkata-700069

অথবা উপরিউক্ত ঠিকানায় গিয়ে চিঠি ড্রপ বক্সে  ফেলে আসতে পারেন।

Loading