নিজস্ব প্রতিনিধি – আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বীরভূম, নদিয়া, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা।কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হয়েছে। রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস।

তামিলনাড়ু থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরে অবস্থান করছে।

দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের জন্য সমর্থকরা উন্মুখ হয়ে থাকলেও সেটা অদূর ভবিষ্যতে হচ্ছে না বলে মনে করেন অ্যালার্ডিস। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একমত হলেই কেবল সম্ভব বলে জানান তিনি।

এ প্রসঙ্গে অ্যালার্ডিস বলেন, আমাদের ইভেন্টে একে অপরের সঙ্গে খেলে অবশ্যই আমরা এটি উপভোগ করি। কিন্তু এই দেশের সম্পর্ক এমন একটা অবস্থায় যে সেটা আইসিসি প্রভাবিত করতে সক্ষম নয়। নীরজ-সুনীল সহ ১২ ক্রীড়াবিদকে খেলরত্ন সম্মান

নিজস্ব প্রতিনিধি -টোকিও অলিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সহ ১২ ক্রীড়াবিদকে মেজর ধ্যানচাঁদ খেলরত্নে সম্মানে ভূষিত করা হল। শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নীরজের পাশাপাশি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ, ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার প্রমোদ ভগৎ, হকি তারকা মনপ্রীত সিং খেলরত্ন পেয়েছেন। দেশের একমাত্র ক্রীড়াবিদ হিসেবে টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন নীরজ। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে খেলরত্ন সম্মানে ভূষিত করা হল।

এছাড়া টোকিও অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর রবিকুমার দাহিয়া, অসমের মহিলা বক্সার লাভলিনা বরগোহাঁই, হকি তারকা পিআর শ্রীজেশও এবার খেলরত্ন পেয়েছেন।

এর পাশাপাশি এদিন এবছরের অর্জুন সম্মানও দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান এই সম্মান পেয়েছেন।

 80 total views,  2 views today