নিজস্ব প্রতিনিধি – তারকেশ্বর মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়ল। এবার থেকে ভোর ৫.৩০ থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। যদিও মন্দিরের গর্ভ গৃহে আগের মতোই ভক্তদের প্রবেশ বন্ধ থাকছে। এছাড়া ভোগ আরতির জন্য দুপুর দুটো ত্রিশ থেকে বিকাল ৫ টা পর্যন্ত গর্ভগৃহের দরজা বন্ধ থাকবে।

করোনার জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর ধাপে ধাপে মন্দিরে প্রবেশের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগে ভোর ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত ও সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকতো।

করোনার আগেকার স্বাভাবিক নিয়ম অনুসারে ফের মন্দির চত্বরে প্রবেশের অনুমতি মেলায় খুশি ভক্ত থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।

Loading