শান্তি রায়চৌধুরী : আইএসএল এর প্রথম ম্যাচ।মন ভরাল না ইস্টবেঙ্গলের খেলা। গতবার ইস্টবেঙ্গল আইএসএলে যে তিনটি জয় পেয়েছিল তার একটি ছিল জামশেদপুর এর বিরুদ্ধে। এবার সেই জামশেদপুর এর বিরুদ্ধেই ছিল তাদের প্রথম ম্যাচ আইএসএলে। এবার তারা পারলোনা জামশেদপুর কে হারাতে। ম্যাচ অমীমাংসিত রেখেই ফিরতে হলো। প্রথমার্ধের ১৮ মিনিটে ফ্রাঙ্ক প্রসের অনবদ্য ভলিতে ইস্টবেঙ্গলকে এক গোলে এগিয়ে দেয়। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জামশেদপুর সমতায় ফেরে। গোলটি করেন জামশেদপুর এর অধিনায়ক পিটা্র । দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের রক্ষণের দুর্বলতা চোখে পড়ে। এর ফলে দ্বিতীয়ার্ধে ইস্ট বেঙ্গল আর গোলের কাছাকাছি পৌঁছাতে পারেনি।

ইস্টবেঙ্গলের এই মরসুমে কার্যত নতুন দল, নতুন কোচ। প্রথম ম্যাচেই রীতিমতো হতাশ করল ইস্টবেঙ্গল। হতশ্রী রক্ষণের সঙ্গেই লাল-হলুদ ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব, এই সবই ইস্টবেঙ্গলের সঙ্গী থাকল জামশেদপুরের বিরুদ্ধে। কোচের স্ট্র্যাটেজি নিয়েও থাকবে প্রশ্ন। আগামী শনিবার ইস্টবেঙ্গল ডার্বি খেলবে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল যদি এমন ফুটবল খেলে তাহলে কিন্তু লাল-হলুদের জেতা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কারণ ডার্বির আগে এটিকে মোহনবাগান যে রীতিমতো তৈরি কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে ম্যাচেই তা বুঝিয়ে দিয়েছে।

Loading