নিজস্ব প্রতিনিধি – তালেবান কর্তৃক ক্ষমতা দখলের পরেই আফগানিস্তানের নারীদের নিয়ে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। ধর্মীয় নিয়মের আওতায় অনেক খাতেই তাদের নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়মের আওতায় আফগানিস্তানের টেলিভিশনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে তালেবান। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আফগানিস্তানের সাংবাদিকরা।
ব্রিটিশ গনমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গত রবিবার এক ঘোষণায় পুণ্যের প্রচার এবং দুষ্টের প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান ও বিজ্ঞাপনে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে। সেইসঙ্গে ইসলামের সঙ্গে পরিপন্থী এমন তথ্যও প্রচার করা যাবেনা। গণমাধ্যমে কর্মরত নারীদের বাধ্যতামূলক হিজাব পরিধান করতে হবে।
আফগান সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন দেশটির গণমাধ্যম জ্যান টিভির নারী প্রযোজক ও রিপোর্টাররা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তারা বলেছেন, এই সিদ্ধান্তের ফলে গণমাধ্যমের স্বাধীনতা ও নারী গণমাধ্যমকর্মীদের উপস্থিতি হ্রাস করবে।