জ্বলন্ত প্রশ্ন
রুনা সেনগুপ্ত
Sodepur, Pallysree, Ashrom Road
অর্জুন,জয় তো তুমি করেছো আমায়,
তোমার নিপুন লক্ষ্যভেদে
আমার বরণমালা গুছিয়ে রেখেছিলাম তোমার বীরত্ব বরণ করবো বলে –
মাতৃআজ্ঞার নামে সুপ্ত লালসার শিকার হলাম,
তবে আর কিসের স্বয়ংবর সভার মিথ্যা আয়োজন?
মুখে মুখেই নারীর মতের মূল্য ঘোষণা –
নারী বেঁছে নেবে তার জীবনসঙ্গী
বীরত্বের অহংকারে?
অর্জুন, সবটুকু আমার যখন তোমাতেই সমর্পিত,
একবারও ভাবলে না, আমি অন্যতে উচ্ছিষ্ট হবো কিকরে?
মাতৃ আজ্ঞার নামে এ কোন বেশ্যাবৃত্তির সূচনা করলে সেদিন?
আমাকে কে চাইলো, সেটাই বড়ো হোলো,
আমার চাওয়া সবটাই মূল্যহীন?
তবে কেন উঠেছিলে গর্জে –
সূতপুত্র আমাকে বণিতা বলাতে?
নাকি মাতা কুন্তীর সম-কলঙ্কে গাঁথালেন আমাকেও ?
এমন হাজারো প্রশ্নে জ্বলে মরছি আজও।
না চাইতেও যেতে হয়েছে পালাবদলে সাজিয়ে গুছিয়ে শুধু দেহদানে।
কি নিদারুন যন্ত্রনা নিয়ে আমি হাত বদল হয়েছি রাতের পর রাত।
অর্জুন,ধর্মের ধ্বজাধারী তোমরা নাকি –
কোন ধর্মের গ্যারাকলে আমার বাটোয়ারা!
অভিধানে শব্দ আছে সতীন,
সতীন-স্বামীর এ কোন শব্দ স্থাপনা
আছে এমন কোনো শব্দ জানা?
সতীন হলেও তোমাদেরই অজুহাত
সতীন-স্বামীতে তোমরাই বাজিমাত!
মেনে নেয় না সমাজ, দৌপদী এমন হলে
কৃষ্ণপ্রেমে রাধা তাই জ্বলেছিলো নিদারুন কলঙ্ক নিয়ে,
রাধারানীরা তাই আজও এমনই জ্বলে।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-