নিজস্ব প্রতিনিধি – জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর মুখে মাস্ক নেই কেন? সামাজিক দূরত্ব না মেনে কেন তিনি আলিঙ্গন করছেন বিশ্ব নেতাদের? উঠছে প্রশ্ন। বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ার নজর এড়ায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কী করেছেন মোদী? ভিডিও-তে দেখা যাচ্ছে, জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রথমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলছেন তিনি। মোদীর মুখে মাস্ক নেই। বরিস তার দিকে কনুই এগিয়ে দেন। দুইজনে কনুই লাগিয়ে একে অপরকে সম্ভাষণ করেন। খানিক দূরে দাঁড়িয়ে ছিলেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। দুই রাষ্ট্রপ্রধানের দিকে তিনি এগিয়ে আসতেই মোদী গুতেরেসের একেবারে সামনে চলে যান। তাকে জড়িয়ে ধরেন। কিন্তু গুতেরেস অস্বস্তিতে পরে যান।

 242 total views,  2 views today