নিজস্ব প্রতিনিধি – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিনে একাত্তরটি লাল গোলাপের একটি ফুলের তোড়া পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনার পাঠানো ওই ফুলের তোড়া শুক্রবার সকালে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে দিল্লি থেকে বাংলাদেশ হাইকমিশনের অফিসে এই তথ্য জানানো হয়েছে।