নিজস্ব প্রতিনিধি – জন্মদিন যে কোনো ব্যক্তির কাছেই বিশেষ কিছু। নিজের জন্মদিনে কেক কাটা মানেই একটি বিশেষ আনন্দ। এ ছাড়া পরিবার, কর্মস্থল কিংবা বন্ধুবান্ধবের পক্ষ থেকে অনেকেই জন্মদিনে একাধিক কেক উপহার হিসেবে পান। তবে নিজের জন্মদিনে ৫৫০টি কেক কেটে রেকর্ড করেছেন ভারতের মুম্বাইয়ের এক যুবক। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের এলাকার বাসিন্দা সূর্য রাতুরি নামে এক যুবক নিজের জন্মদিনে ৫৫০টি কেক কেটেছেন। মুম্বাইয়ের এলাকার বাসিন্দা সূর্য রাতুরি নামে এক যুবক নিজের জন্মদিনে ৫৫০টি কেক কেটেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনটি টেবিল একসঙ্গে রাখা ছিল কেকগুলো। তাও আবার পাঁচ-ছয়টি নয়, একেবারে ৫৫০টি। একেকটি এক-একরকম ফ্লেভারের। আসল কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, এতগুলো কেক উপহার হিসেবেই পেয়েছেন ওই যুবক।

 78 total views,  2 views today