নিজস্ব প্রতিনিধি – জরুরি ব্যবহারের জন্য ভারত বায়োটেকের তৈরি কোভিড-১৯ টিকা কোভ্যাক্সিনকে এখনই ছাড়পত্র দিতে রাজি নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই টিকা ব্যবহার করা হলে তার ঝুঁকি কিংবা লাভ কতটুকু, তার ‘চূড়ান্ত পর্যালোচনা’ করতে চায় তারা। এ জন্য প্রস্তুতকারী কোম্পানিটির কাছ থেকে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি পরামর্শক দলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। আগামী ৩ নভেম্বর আবারও বৈঠক করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি পরামর্শক দল।