নিজস্ব প্রতিনিধি – ২০১৯-২০ আর্থিক বছরে চুল রফতানি করে এই খাতে ভারতের আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। আয় হয়েছে দু’হাজার ৭৩৫ কোটি রুপিরও বেশি। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের জানা গেছে। রফতানির পরিমাণ ওজনের হিসাবে মাত্র ৩৯ শতাংশ বাড়লেও, কোভিডের কারণে বিশ্ব বাজারে চুলের জোগান কমায় বাজারে দাম বেড়েছে। আর তারই সুবিধা পেয়েছে ভারত। ভারত থেকে চুল আমদানিকারকদের শীর্ষে রয়েছে চীন। দেশটি যত চুল আমদানি করে তার ৬০ শতাংশ যায় ভারত থেকে। ভারতে চুল সরবরাহের অন্যতম কেন্দ্র মন্দিরগুলো। এবার সবচেয়ে বেশি চুল সরবরাহ করেছে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দির। মেয়েদের চুলের দাম ছেলেদের থেকে বহুগুণ বেশি। কাটা চুলের থেকেও বেশি দাম হল ‘রেমি’ চুলের। মাথা থেকে সরাসরি তুলে নেওয়া চুলকে রেমি চুল বলা হয়। এই চুলকে প্রক্রিয়া করনের পরে তা দিয়ে যখন পরচুলা বানানো হয় তা নাকি নকল বলে চেনাই যায় না।

 196 total views,  2 views today