নিজস্ব প্রতিনিধি – মধ্য প্রদেশের একটি শহরে এক পুলিশ সদস্যের বাড়িতে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে এক চোর। চুরি করে পালিয়ে যাওয়ার আগে সেখানে ক্ষমা চেয়ে একটি চিঠি রেখে গেছে ওই চোর। এতে লেখা রয়েছে, এক বন্ধুর জীবন বাঁচাতে এই চুরি করতে হয়েছে, চুরি করা অর্থ ফিরিয়ে দেওয়া হবে। মঙ্গলবার স্থানীয় পুলিশ এসব কথা জানিয়েছে।বিন্ড শহরের কোতোয়ালী থানার এএসআই কমলেশ কাতারে জানান, যে বাড়িতে চুরি হয়েছে সেটি একজন পুলিশ সদস্যের যিনি ছত্তিশগড়ে কর্মরত। বাড়িতে ওই পুলিশ সদস্যের পরিবার থাকেন।  পুলিশ জানায় চোরের লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুঃখিত বন্ধু, এটি ছাড়া উপায় ছিল না। আমি যদি এটি না করলে আমার এক বন্ধু জীবন হারাতো। কিছু মনে করবেন না, যখনই আমি টাকা পাব, আমি ফিরিয়ে দেব। কর্মকর্তারা জানান, ওই পুলিশ সদস্যের স্ত্রী ও সন্তান ৩০ জুন এক আত্মীয়ের বাড়িতে চলে যান। সোমবার রাতে তারা ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং জিনিসপত্র ফেলে রাখা আছে।

চোর স্বর্ণ ও রূপার কিছু অলঙ্কার নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পরিবারের কেউ এতে জড়িত থাকতে পারে।পুলিশ জানায়, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

Loading