নিজস্ব প্রতিনিধি – ভারতের গুজরাটে রাস্তার পাশে আমিষজাতীয় খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে চলছে তুমুল বিতর্ক। রাজ্যের আহমেদাবাদ, বদোদরা, রাজকোট ও ভাবনগর পৌর কর্তৃপক্ষ কয়েক দিন আগে প্রকাশ্যে আমিষ বিক্রি ও খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে।

সেখানে বলা হয়, পৌর এলাকায় রাস্তার পাশে, মন্দির ও স্কুলের অন্তত ১০০ মিটার এলাকার মধ্যে আমিষজাতীয় খাবার বিক্রি ও খাওয়া যাবে না। রাস্তার পাশে প্রকাশ্যে আমিষ খাবার বিক্রি ও খাওয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শামিল বলে ওই নোটিশে উল্লেখ করা হয়।

বিজেপিশাসিত গুজরাটের কয়েকটি পৌর কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞার পর খোদ রাজ্যের বাসিন্দারা বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু করেন। এ সিদ্ধান্তের সমালোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন

 গুজরাটের মানুষ। দ্রুতই ভারতজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। তারা  ক্ষমতাসীন দল বিজেপির দিকে তোপ দাগেন।

সমালোচনার মুখে গুজরাট রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়, রাস্তা, মন্দির ও স্কুলের পাশে আমিষজাতীয় খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া বিজেপির দলীয় কোনো সিদ্ধান্ত নয়। এটি কয়েকটি পৌরসভা কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত। বিজেপি পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিষেধাজ্ঞা বাতিলের আহ্বান জানাবে।

তবে তাতেও থামেনি সমালোচনা। বাধ্য হয়ে গুজরাট বিজেপিপ্রধান সি আর প্যাটেল পৌরসভার মেয়রদের রাস্তার পাশে আমিষ খাবার বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেন।

Loading