নিজস্ব প্রতিনিধি – প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। আজ ও দামে কোনও পরিবর্তন হয়নি পেট্রোল-ডিজেলের। হলে তা সকাল ৬টা থেকে কার্যকর হয়। অর্থাৎ এই নিয়ে ১২ দিন পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রইল।  শুল্ক পুণর্বিন্যাসের পর থেকে এদিনও অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিচ্ছে।

 পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের দামের উপর ভ্যাট না কমানোর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি -কংগ্রেস। তবে স্বস্তির খবর একটাই ১০ দিনেরও বেশি সময় ধরে রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বাড়েওনি।  আজ, মঙ্গলবার, কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৮৯.৭৯ টাকা।

 

Loading