নিজস্ব প্রতিনিধি – ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে কুকুরের সঙ্গে তুলনা করেছে নিউজিল্যান্ডের ‘দ্যা অল্টারনেটিভ কমেন্টারি কালেক্টিভ’ নামে একটি ওয়েবসাইট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এমন বিতর্কের জন্ম দিয়েছে নিউজিল্যান্ডের ওই ওয়েবসাইটটি। নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পরই একটি ছবি শেয়ার করা হয়েছে সেই ওয়েবসাইটের ইন্সটাগ্রাম পেজে। সেখানেই দেখা যায়, একটি বৃদ্ধ মানুষকে গলায় দড়ি দিয়ে কুকুরের মত বেঁধে রেখেছেন একজন তরুণী। সেই তরুণীর পাশে লেখা কাইল জেমিসন। কুকুরের ভঙ্গিতে বসে থাকা ব্যক্তির পাশে লেখা বিরাট কোহলি।

Loading