নিজস্ব প্রতিনিধি – কৃষকদের এক বছরের বেশি সময় ধরা চলা আন্দোলনের মুখে তিনটি কৃষি সংস্কার আইন বাতিলে মোদির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানানো হয়।

বুধবার সকালে মন্ত্রীসভার বৈঠকে কৃষি আইন বিল উপস্থাপন করা হলে মন্ত্রীসভার সদস্যরা সেই আইন বাতিলের বিলে অনুমোদন দেন।

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তা প্রত্যাহারের বিলও পেশ করা হবে বলে ভারতের সরকারি সূত্রের খবর। ২৯ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনে বিল প্রত্যাহারের বিষয়টি পেশ হওয়ার কথা রয়েছে।

গত বছর আইনে পরিণত হওয়া তিনটি বিল ছিলো কৃষকদের উৎপাদন ব্যবসা ও বাণিজ্য আইন-২০২০, কৃষকদের (ক্ষমতায়ন ও সুরক্ষা) মূল্য নিশ্চয়তা ও খামার পরিষেবা আইন সংক্রান্ত চুক্তি-২০২০ এবং অপরিহার্য পণ্য (সংশোধন) আইন-২০২০। এই আইনগুলো বাতিলই ছিলো কৃষি আইন  বাতিল বিল-২০২১ এর লক্ষ্য। একবছরের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনের পর গত সপ্তাহে  প্রধানমন্ত্রী তা বাতিলের ঘোষণা দিয়েছেন।

Loading