শান্তি রায়চৌধুরী: ভারতীয় ব্যাটিং লাইনআপ পৃথিবীর যে কোন প্রান্তেই প্রতিপক্ষের জন্য ভয়ংকর। কিন্ত গত দুই বছর ধরে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানদের চেনারুপে দেখা যাচ্ছে না৷ ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা যেন নিজেদের হারিয়ে ফেলেছেন। ২০২০ সাল থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে টেস্ট ক্রিকেটে ভারতের মিডল অর্ডারের পরিসংখ্যান একেবারে আঁতকে ওঠার মতো। টেস্ট ক্রিকেটে বিশ্বের তিন নম্বর থেকে পাঁচ নম্বর ব্যাটসম্যানদের খারাপ পারফম্যান্সের একটি পরিসংখ্যান তুলে ধরলে বিষয়টা আরও পরিস্কার হবে। খারাপ পারফরম্যান্সের দিক থেকে প্রথম তিন জনই ভারতীয় ক্রিকেটার। আর এর শীর্ষে আছেন বিরাট কোহলি। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন যথাক্রমে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে। ২০২০-২১ সালে কোহলি ১০টি টেস্টের ১৭টি ইনিংস খেলে করেছেন মাত্র ৪৪৯ রান। গড় ২৪.১৮। সর্বোচ্চ ৭৪। পূজারা ১৪টি টেস্টের ২৪ ইনিংসে ২৫.০৯ গড়ে ৬৩৭ রান করেছেন। সর্বোচ্চ ৭৭। ১৪ টেস্টের ২৩টি ইনিংস খেলে ৬০৩ রান করেছেন রাহানে। গড় ২৫.৭৬। সর্বোচ্চ ১১২। এরপর আছেন উইন্ডিজের কার্লোস ব্রাফেট। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ডের দুই ক্রিকেটার জ্যাক ক্রাউলে এবং রোরি বার্নস। গত বছর থেকে টেস্টে এই ৬ জনের ব্যাটিং গড় ৩০-এর নীচে। ইংল্যান্ডের বিপক্ষেও বাজে ফর্ম বজায় রেখেছে ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টের প্রথম ইনিংসে ‘ডাক’ মারার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে চার নম্বরে নেমে করেছেন ৪২,২০ রান। পুজারা এখন পর্যন্ত এই সিরিজে করেছেন ৪,১২,৯,৪৫ রান। রাহানেও ভুগছেন রান খরায়। তিনি প্রথম টেস্টে করেছেন ৫ রান। দ্বিতীয় টেস্টে করেছেন ১,৬১ রান। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ জিততে হলে ভারতীয় এই তিন ব্যাটসম্যানকে ফিরতে হবে রানে নয়তো স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ জিতা অনেক কঠিন হয়ে যাবে ভারতের৷