মাদক মামলায় গ্রেফতার বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন হয়নি। আরও কিছু দিন কারাগারে থাকতে হবে। কারাবন্দি ছেলের কাছে হাত খরচ পাঠিয়েছেন কিং খান। গত ১১ অক্টোবর মানি অর্ডারের মাধ্যমে আরিয়ান খানকে হাত খরচ দেন তিনি। জেল সুপার নিতিন ওয়েচালের তরফ থেকে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, ১১ অক্টোবর শাহরুখের পরিবার ৫ হাজার ১০০ টাকা পঠিয়েছে আরিয়ানকে। কারাগারে থাকাবস্থায় একজন কয়েদি সর্বোচ্চ এ পরিমাণ টাকাই পেতে পারবে। অর্থার রোড জেলে স্থানান্তরিত করার পর আরিয়ানকে কয়েদিদের নম্বর এন ৯৫৬ দেওয়া হয়েছে।আপাতত বাড়ি থেকে আনা পোশাকই জেলে পরছেন আরিয়ান। জেলসূত্রে জানা যায়, আরিয়ান ঠিকমতো জেলের খাবার খাচ্ছেন না। সেখানে খাবার দেখেই খিদে নেই বলে সরিয়ে দিচ্ছেন তিনি। মূলত জেলের ক্যান্টিন থেকেই শুকনো খাবার কিনে খাচ্ছেন এই তরুণ।