বন্ধুদল স্পোর্টিং ক্লাব:

বন্ধুদল স্পোর্টিং ক্লাবে জোর প্রস্তুতি। এবারের থিম ‘জমিদার বাড়ির পুজো’। হীরক জয়ন্তী বর্ষে এই থিমেই নজর কাড়বে এই পুজো।

চালতাবাগান সর্বজনীন:

পুজো মানেই নতুন জামা কাপড়। কচি কাচাদের আনন্দ। কিন্তু সবাই কি তা পায়? সেই ভাবনা থেকেই ৭৭তম  বর্ষে চালতাবাগান সর্বজনীনের পুজোর থিম ‘ইচ্ছেপূরণ’। পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই ভাবনা উদ্যোক্তাদের।

Loading