নিজস্ব প্রতিনিধি- মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার সুনিল ছেত্রী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ছেত্রী নিজেই।
৩৬ বছর বয়সী এ তারকা ফুটবলার লেখেন—‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে এর মধ্যে ভালো খবরটি হলো—আমার অবস্থা এখনও স্থিতিশীল। শারীরিকভাবে ভালো অনুভব করছি এবং দ্রুত সেরে উঠছি। শিগগিরই ফুটবল মাঠে ফিরতে পারব বলে আশাবাদী আমি। সবাইকে বলব—সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।’ দ্রুত সুস্থ হওয়ার লক্ষণ দেখা দিলেও আগামী ২৫ মার্চ দুবাইয়ে ওমানের বিপক্ষে হতে যাওয়া ভারতের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি আর খেলা হচ্ছে ছেত্রীর। একই মাঠে ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হয়তো খেলা হবে না তার।
গত মাসে গোয়ায় জৈব সুরক্ষা বলয়ে থেকে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিয়েছেন ছেত্রী। তার দল ব্যাঙ্গালুরু এফসি সেমিফাইনালের আগেই ছিটকে যায়। গত ২৫ ফেব্রুয়ারি শেষ ম্যাচটি খেলেছেন ছেত্রী। যেখানে একটি গোলও করেছিলেন তিনি। সব মিলিয়ে ২০ ম্যাচে ৮ গোল করেছেন ছেত্রী।