কবিতা – ” মানব -মানবী “

কলমে চন্দনা কুন্ডু

 

মেয়েটি একদিন পাখি হতে চাইলো

আমি একটা  আকাশ বানিয়ে দিলাম‌ ।

মেয়েটি ফুলের দিকে দেখিয়ে জানতে চাইলো?

ফুল কেনো এত‌ ‌সুন্দর ও লাজুক ।

বল্লাম,সাদা গোলাপ,লাল রজনীগন্ধা, দারুন মিল ,

মেয়েটি যুবক -যুবতীকে দেখিয়ে‌

জানতে চাইল ওদের কী সম্পর্ক ?

বল্লাম, প্রেমিক প্রেমিকা ভালোবাসার বিনিময়‌।

মেয়েটি একটি ঘর দেখিয়ে‌ জানতে চাইল কী নাম ,

বলে উঠলাম  কুঁড়েঘর, ভালোবাসার‌ শান্তির ণীড় ।

মেয়েটি আমাকে বল্লো,তুমি কী বৃষ্টি হতে পারো

আমি আমার বুকের দুহাত মেলে দেখলাম সূর্য

তুমি চাইলে , সব বাঁধ ভেঙ্গে সৃষ্টি করতে পাড়ি

এবার আমি বল্লাম,দুজনাএক হতে চাই ,

ভালোবাসায়‌ আমরা সৃষ্টি করি নতুন নামব-মানবী

 

Loading