কবিতা – আমি জলাধার বলছি
কলমে – কল্যাণী সরকার
বাণীপুর, উত্তর চব্বিশ পরগনা
……………………..
দিন দিন লোভের সীমা অতিক্রম করছ তোমরা
হে মানবজাতি,
তোমাদের লোভের উন্মত্ততায়
আজ পৃথিবী ধ্বংসের মুখে,
নগরায়নের বাহানায় জীবকূল বিপন্ন।
আমাকে ধংস করে গড়ে তুলছ
বহুতল আবাসন, ঝলমলে বহুতল বাজার,
তোমাদের দিন যাপনে আমার অবদান ভূলে যাচ্ছ?
আমি জলাধার বলছি – – –
আমি জীব বৈচিত্র্য কে ধারণ করি,
তোমরা জীবকূল একে অন্যের ওপর নির্ভরশীল
আমি পরিবেশের যকৃৎ
আমাকে ছাড়া তোমরা বাঁচতে পারবেনা।
চেয়ে দ্যাখো,
সাদা, ধূসর, খয়রি, বাদামী হাঁসের দল
ভেসে বেড়াচ্ছে আমার বুকে,
মাছেদের আজ চড়ুইভাতি
তাল, নারকেল, জাম, জামরুল আমাকে
ছায়াবৃতা করে ঘিরে রেখেছে,
প্রতিবাদের মশাল জ্বালিয়ে ওরা অপেক্ষা করছে
আমাকে বাঁচাতে বদ্ধপরিকর ওরা।
উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া লোভের পরিণাম ধংস,
আর নিজেকে লোভের আগুনে পুড়িও না
নিজেকে মুক্ত করো হীন কার্যকলাপ থেকে,
আমাকে বাঁচতে দাও – –
না হলে তোমরা বাঁচতে পারবে না,
চলো আমরা একসাথে বাঁচি – -।