নিজস্ব প্রতিনিধি – শুনশান কবরস্থানে দু’টি কঙ্কালের সঙ্গে নাচছেন এক সন্ন্যাসিনী। আর তা দেখে হতবাক লোকজন। সম্প্রতি ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটিতে ঘটেছে এ ঘটনা।

জানা যায়, হাল জেনারেল সেমেট্রির পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তার পরেই তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেখানে দেখা যায়, প্রথমে একটি নরকঙ্কালের সঙ্গে নাচছেন ওই মহিলা। তার কিছুক্ষণ পরে একটি কুকুরের কঙ্কালের সঙ্গেও নাচতে দেখা যায় তাকে। নেটমাধ্যমে ছবি প্রকাশ করে ওই ব্যক্তি বলেন, ‘‘এই দৃশ্য দেখে কবরস্থানের বাইরে ভিড় জমান অনেকে। সবাই ছবি তুলতে থাকেন।’’ যদিও ওই ব্যক্তি জানিয়েছেন, আসল কঙ্কাল নিয়ে নাচছিলেন না মহিলা। কঙ্কালগুলি তৈরি করা হয়েছে। কোনও একটি অনুষ্ঠানের অঙ্গ হিসাবে অভিনয় করছিলেন ওই মহিলা। তিনি সত্যিকারের সন্ন্যাসিনী নন বলেও জানান ওই ব্যক্তি।

 172 total views,  2 views today