নিজস্ব প্রতিনিধি–সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কপিল নিজেই জানিয়েছেন তার শোবন্ধের কারণ।এর কারণ প্রসঙ্গে তিনি বলেন, পিঠে চোট পেয়েছিলেন তিনি, দিনের পর দিন অবস্থার অবনতি বাধ্য করেছিল শো বন্ধ করতে। অসুস্থতার কারণে বিছানাতেই ঠাঁই হয় তার। কপিল জানান, ২০১৫ সালেই প্রথম ব্যথা অনুভব করেন তিনি। যথারীতি এইসব বিষয়ে সেরকম জ্ঞান ছিল না এবং কাজের সূত্রে যুক্তরাষ্ট্রের ছিলেন। তাৎক্ষণিক এপিডিউড়াল দেয়াতে ব্যথা থেকে স্বস্তি মেলে। তবে সমস্যার সমাধান হয় নি। সেই পুরনো ব্যথাই চাগাড় দিয়ে ওঠে এই বছর জানুয়ারিতে।
বিস্তারিত ভাবে নিজের মনের অভিব্যাক্তি জানিয়ে কপিল বলেন, অনেক কিছুর প্ল্যান ছিল এই বছরের শুরুতে তবে আঘাত লাগার জন্য সবকিছুই বানচাল করতে হয়। যদিও অসুস্থতার মাঝেই ফ্যানদের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন, সুস্থ আছেন তিনি। জিম করতে গিয়েই হঠাৎ করে আঘাত পান, তবে চিন্তার কোনো কারণ নেই। সুস্থ হওয়ার পরেই, বেশি দেরি একেবারেই করেননি পর্দায় ফিরতে। কথা রেখেছেন কপিল। আগস্টেই ফিরেছেন নতুন সিজন নিয়ে এবং সেটি রমরমিয়ে দর্শকমহলে চলছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।