নিজস্ব প্রতিনিধি – ২৬ দিন পর বাড়ি ফিরেছেন আরিয়ান খান। ‘মান্নত’-এর বাইরে ভক্তদের সমাগম হয় শনিবার। ঢাক, ঢোল পেটানো, বাজি ফাটানো থেকে শুরু করে হনুমান চালিসা পাঠ— সব ভাবেই স্বাগত জানানো হয়েছে শাহরুখ এবং গৌরী খানের বড় ছেলেকে। পরিবারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে নানা রকম তথ্য পাওয়া যাচ্ছে ‘মান্নত’-এর ভিতর থেকে। সম্প্রতি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, শাহরুখ নাকি তার ছেলের জন্য মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি বছর গণেশ চতুর্থীর সময় নিজের বাড়িতে বড় করে পূজা করেন শাহরুখ। বসানো হয় গণেশের মূর্তি। প্রতি বারের মতো এবারো টুইটার, ইনস্টাগ্রামে গণেশের ছবি দিয়ে সকলের মঙ্গল কামনা করেছিলেন বলি তারকা। ইতোমধ্যে আরিয়ানের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা-দম্পতি। ছেলের জন্য গৌরী ডায়েটের তালিকাও তৈরি করেছেন। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

Loading