নিজস্ব প্রতিনিধি – প্রায় ২৬ দিন আর্থার রোড জেলের রুদ্ধদ্বার কক্ষে কাটিয়ে অবশেষে জামিন পেয়ে ‘মান্নাত’-এ ফিরেছেন আরিয়ান খান। জেল থেকে ফিরে সোশ্যাল মিডিয়াতেও ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছেন আরিয়ান, সরিয়ে দিয়েছেন তার ছবি। তিনি বাড়িতে ফেরার পর থেকেই সবার নজর এখন ‘মান্নাত’-এর উপর। তাই শোনা যাচ্ছে, ‘মান্নাত’ থেকে সরিয়ে দেওয়া হতে পারে আরিয়ানকে। শাহরুখের আলিবাগ ফার্ম হাউসে পাঠিয়ে দেওয়া হতে পারে তাকে। আরিয়ানকে একটু সময় দিতে চান শাহরুখ খান ও গৌরি খান। তাই এমন সিদ্ধান্ত নিতে পারেন তারা।
এদিকে জানা গেছে, ইতিমধ্যে আরিয়ানের জন্য মনোবিদের সাহায্য নিয়েছেন শাহরুখ-গৌরী। এছাড়াও আরিয়ানের জন্য তৈরি হয়েছে পুষ্টিকর ডায়েট চার্ট। কারণ জেলে লাগাতার ২৬ দিন তিনি বিস্কুট ও জল খেয়ে কাটিয়েছেন। ফলে মানসিক ভাবে বিপর্যস্ত হওয়ার সাথে সাথেই আরিয়ান শারীরিক ভাবেও বিধ্বস্ত। জেলে থাকাকালীন জেল-কর্তৃপক্ষও তাকে নিয়ে চিন্তায় ছিলেন।