নিজস্ব প্রতিনিধি – তালিবান সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভিন্ন লিঙ্গের শিক্ষার্থীদের একসঙ্গে পড়াশোনার সুযোগ থাকছে না। তারা আলাদা কক্ষে ক্লাস করতে পারবেন। এক সাংবাদিক বশির আহমেদ গাহক জানান, তালিবানদের ‘উচ্চ শিক্ষা মন্ত্রী’ নারীকে স্পর্শ করাও পুরুষদের জন্যে নিষিদ্ধ করেছেন। তালিবানরা ক্ষমতায় আসার পর থেকেই শঙ্কা করা হচ্ছে, দেশটিতে নারী অধিকার ক্ষতির মুখে পড়তে পারে। কারণ, তালিবানের আগের শাসনে মেয়েদের পড়ালেখা ও কাজ নিষিদ্ধ ছিলো। তবে সংগঠনটি এবার শুরু থেকেই বলছিলো, তারা নারী অধিকার লঙ্ঘন করবে না।

Loading