বহু কাল থেকেই সোনা আভিজাত্যের এক অন্যতম প্রতীক। হতে পারে সেটি সোনার অলঙ্কার বা সোনা দিয়ে তৈরি নানান চমকপ্রদ জিনিসে। এই তালিকায় নবতম সংযোজন সোনা দিয়ে তৈরি ‘বেডকভার’। চমকে যাবেন না। অবিশ্বাস্য হলেও এটা সত্যি আপনি ইচ্ছা করলেই (তবে পকেট পারমিট করলে) ঘুমাতে পারেন এই সোনার বিছানায়। এমনই ব্যবস্থা রয়েছে ইতালির মিলানের পাঁচতারা একটি হোটেল।
বেডকভারটির দাম শুনলে আপনি চমকে যাবেন। মনে হতে পারে ভুল শুনছেন। ইতালির ওই হোটেল সংস্থার সূত্র অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি বেডকভার এটি। দাম ছ’ অঙ্ক ছাড়িয়ে। বেডকভারটি ২৪ ক্যারেট সোনার দিয়ে তৈরী হয়েছে। লিলেন কাপড়ে সোনার সাথে বোনা বেডকভারে ঘুমাতে হলে যে আপনার বেশ কিছু খরচ হবে।
হোটেল সংস্থার পক্ষ থেকে তাদের প্রেসিডেন্সিয়াল স্যুটের অতিথিদের জন্য বিশেষ এক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। সেই অফার অনুযায়ী ভারতীয় মুদ্রায় প্রায় দু’ লাখ টাকা দিলেই এক রাতের জন্য পরশ মিলতে পারে অভিনব এই বেডকভারটির। তাই বা কম কিসের।
উপমহাদেশে কিন্তু সোনার পরশ নেয়ার লোকের অভাব নেই এখনো। ভারতের ‘সোনার ছেলে’র খোঁজ পাওয়া গেছে।। যিনি ১ কোটি ২৭ লাখ টাকা দিয়ে বানানো সোনার তৈরি শার্ট পরেন। তার নাম জানেন কী ? পুনার বর্ণাঢ্য এই ব্যবসায়ী দত্ত ফুগে। এত্ত দাম বলে যারা আঁতকে উঠছেন, তাদের স্বস্তির জন্য জানাই, বিশ্বের সবচেয়ে মূল্যবান এই জামাটি ৩.৫ কেজি ওজন বিশিষ্ট ২২ ক্যারেট বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি। তবে কেবল জামাতেই ক্ষান্ত নন এই ‘সোনার ছেলে’। জুতা এমনকি মোবাইল হ্যান্ড সেটটি পর্যন্ত তিনি মুড়ে রেখেছেন খাঁটি সোনা দিয়ে। এছাড়াও রয়েছে সোনার তৈরি কমোড। যার ‘দর্শন’ মেলে প্যারিসে। আর অ্যাপেল যে আইফোন ও আইপ্যাডও সোনায় মুড়ছে ।