আজকের ( ৯ অক্টোবর,২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
উপার্জন বৃদ্ধির টোটকা
(১) অর্থ উপার্জন বাড়াতে হলে প্রতি বৃহস্পতিবারে তুলসীগাছে জল দেবেন। হলুদ সুতো মন্ত্রপুতঃ করে ধারণ করবেন। সন্ধ্যায় লক্ষ্মী পূজা করবেন।
(২) প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ঠাকুরের আসনের সামনে ঘি-এর প্রদীপ জ্বালাতে হবে। আর সেই সঙ্গে সকাল সন্ধ্যায় মহালক্ষ্মী কবচ পাঠ করলে অর্থ উপার্জন হবে।
সুস্বাস্থ্যের টোটকা
যদি সবল আর সুস্থ থাকতে চাও।
মুখে বল নীল তারা, তুলসী চায়ের মতো খাও।।
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন