আজকের (২৬ অক্টোবর,২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
বিদ্যালাভের উপায় বা টোটকা
যে বিষয়টি সহজে বোধগম্য হচ্ছে না, সেই বইয়ের যে পৃষ্ঠাতে বিষয়টি লিপিবদ্ধ আছে, সেই পৃষ্ঠায় একটি নীল তারা মায়ের ছবি রেখে বইটি একদিন বন্ধ করে মা সরস্বতীর ছবি বা মূির্তর সামনে রাখতে হবে। এরপর পড়তে বসে নীল তারা মায়ের ধ্যান করে ১৩ বার ওই বিষয়টি পড়তে হবে।
সুস্বাস্থ্যের টোটকা
অ্যানিমিয়াতে ভোগে যারা
নিয়মিত কুলেখাড়া শাক খাও তারা
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন
254 total views, 2 views today