আজকের ( ১ অক্টোবর,২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
চাকরিতে উন্নতির টোটকা
প্রতিদিন ঘর থেকে বেরোবার সময় একটি লাল ফুল হাতে নিয়ে নিজের দশম পতির দেবীর রূপ দর্শন করে প্রণাম করবেন এবং ওই ফুলটি সঙ্গে রাখবেন। চৌকাঠ পেরিয়ে পিছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলবেন।
ব্যবসায় উন্নতির টোটকা
একটুকরো হলুদ কাপড়ের মধ্যে পাঁটি সুপারি, সাতটি লক্ষ্মীকড়ি, একটি ১ টাকার কয়েন, ১টি কাঁচা হলুদ ও অল্প সিঁদুর আর লাল চন্দনের ছিটা দিয়ে সমগ্র বস্তু সহ কাপড়ের টুকরোটি ঠাকুরের আসনে বা লক্ষ্মীদেবীর সামনে রেখে শ্রদ্ধাসহ ধূপ ও পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করে কাপড়টিকে ওই সকল বস্তু সহ লাল সুতো দিয়ে পোঁটলা বাঁধবে এবং পোঁটলাটি ব্যবসার ক্যাশবক্সে বা বাড়ির আলমারির লকারে রেখে দেবেন। এই প্রক্রিয়াটি বুধবার রাত্রে প্রয়োগ বাঞ্ছনীয়।
সুস্বাস্থ্যের টোটকা
যার শরীরে আছে অম্লপিত্ত রোগ।
তার জন্য উচিত পটলের ভোগ ।।
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন