আজকের ( ১৭ অক্টোবর,২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

 

আজকের টোটকা

সাংসারিক সমৃদ্ধির টোটকা

কাশীর অন্নপূর্ণা মন্দিরের থেকে কিছু চাল এনে প্রতিদিন বাড়ির সকলের জন্য খাবারের যে চাল নেওয়া হয় তার সঙ্গে মিশিয়ে রাখবেন। এর থেকে অল্পকিছু চাল রোজ একটি পাত্রে তুলে রাখবেন। এভাবে ৯০ দিন করার পর ওই পাত্রটিতে যে চাল জমা হবে, তা কোনো শনিবার বা মঙ্গলবার মন্দিরে আগত ভিখারীকে প্রদান করলে সংসারের সমৃদ্ধি হয়।

সুস্বাস্থ্যের টোটকা

শ্বেত প্রদরে কষ্ট পায় মা আর বোনে।

উপশম হয় দারু হরিদ্রা ঘষে দুধে খেলে।।

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন

Loading