নিজস্ব প্রতিনিধি -কথা ছিল সেপ্টেম্বর মাসেই মা হবেন বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু শেষ মুহূর্তে পালা বদলের পালা, ততটাও অপেক্ষা করতে হবে না ভক্তদের। এবার জানা গেল, চলতি মাসের শেষের দিকেই অর্থাৎ আগস্টেই সন্তানের মুখ দেখবেন নুসরাত। ঠিক কবে হাসপাতালে যাবেন নুসরাত? তা নিয়ে এবার জল্পনা তুঙ্গে। সংবাদমাধ্যমগুলো তার বাড়ির সামনে কড়া নজরদারি রেখেছে বলেও জানা গেছে।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। মেকআপ ছাড়া মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা তিনি বেশ উপভোগ করছেন বোঝাই যাচ্ছে মা হওয়ার খবর গোপন রাখতে চাইলেও পারেননি নুসরাত। চিত্রনায়িকা শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে নুসরাতের পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়েছিল। তখনই প্রথম নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। যদিও এর কয়েক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন নুসরাত নিজেই।
150 total views, 4 views today