অর্থকষ্ট থেকে মুক্তির টোটকা
প্রফেসর ডক্টর কুশল সেন
অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)
সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্, বারানসী
e-mail : kooshoeg@gmail.com
(১) ঘরের ঠাকুরের কাছে লক্ষ্মীর কুণকে বা ঝাঁপিতে এক টুকরো সোনা সঙ্গে একটি রূপোর (আসল) টাকা না পেলে রূপোর টুকরো ও একটি তামার পয়সা লক্ষ্মীপূজার দিন দিয়ে রাখবেন। অর্থ আসবেই আসবে ধীরে ধীরে।
(২) একটি হলদে কাপড়ে এক মুঠো সিদ্ধ চাল, একটি কড়ি, একটি টাকা, কটি কাঁচা হলুদ মুড়ে আলমারী, সিন্দুক কিংবা ক্যাশ বাক্সে রেখে দিন। পরিষ্কার হাতে শুদ্ধ অবস্থায় রাখবেন। এক বছর পর পুনরায় করবেন (পূর্বেরটা জলাশয়, গঙ্গা বা পুকুরে ফেলে দেবেন)। এইগুলো লক্ষ্মীপূজা বা দীপান্বিতা বা কালীপূজার দিন করবেন।