নিজস্ব প্রতিনিধি – অভিনয়ে পা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি। অভিনয়ে আসার আগে তিনি  লস অ্যাঞ্জেলেসের দ্য লি স্ট্র্যার্সবার্গ থিয়েটার অ্যান্ড ইনস্টিটিউটে কিম্বার্লি হ্যারিস পরিচালিত ‘সেমিনার’ নাটকে অভিনয় করেছেন। এ মঞ্চনাটক দিয়েই তাঁর থিয়েটারে অভিষেক। এর আগে মিঠুন কন্যা সিনেমায়ও অভিনয় করেছেন। কিংবদন্তি শিল্পী আল পাচিনোর সামনে নাটকে অভিনয় করেছেন দিশানি। এ জন্য প্রশংসা কুড়িয়েছেন মিঠুনকন্যা। কয়েক বছর ধরে অভিনয় শিখছেন তিনি। দিশানি জানিয়েছেন, নাটকে অভিনয়ের অনুভূতি তাঁর কাছে অন্য রকম। সব সময়ই তিনি অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন।’ সেই সঙ্গে দিশানি বলেন, ‘কিংবদন্তি আল পাচিনো স্যারের সামনে পারফর্ম করার সুযোগটা ছিল অকল্পনীয়। আমি থিয়েটার ভালোবাসি। আমার শুরুটাও অসাধারণ হলো। আশা করি বাবাকে গর্বিত করতে পারব। প্রতিদিন আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

 124 total views,  2 views today