নিজস্ব প্রতিনিধি – দেশে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ২০৪ জনের সংক্রমণ ধরা পড়েছে, যা গত ১৪৭ দিনে সর্বনিম্ন। মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এই মুহুর্তে দেশে অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮টি। সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ।
তবে সংক্রমণ কমলেও চিন্তামুক্ত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, এই মাসেই দেশে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে। সেকারণে সকলকে করোনাবিধি মেনে চলতে হবে। পরতে হবে মাস্ক, বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।
168 total views, 2 views today