নিজস্ব প্রতিনিধি – বায়ু দুষণের কারণে ১০ দিন বন্ধ থাকার পর আগামী  সোমবার থেকে আবারও খুলছে ভারতের রাজধানী নয়া দিল্লির সব স্কুল-কলেজ। অরবিন্দ কেজরিওয়াল সরকার বুধবার এ ঘোষণা দিয়েছে।

কেজরিওয়াল সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রী গোপাল রায় বিকেলে সাংবাদিকদের বলেন, ‘এখন ক্রমেই দিল্লির বায়ুর মানের উন্নতি হচ্ছে। সোমবার থেকে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেয়া হচ্ছে।’

তিনি জানান, দিল্লির সব সরকারি অফিসও সোমবার থেকে খুলে দেয়া হবে। তিনি এসব অফিসের কর্মকর্তা-কর্মচারিদের গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন। তাদের জন্য বিশেষ বাস সরবরাহের ব্যবস্থা করা হবে বলেও জানান দিল্লি সরকারের এ মন্ত্রী।

দিল্লিতে বাতাসের মান কিছুটা উন্নতি হলেও এখনও এটি ‘বেশ খারাপ’ ক্যাটাগরির মধ্যেই আছে। বায়ু দুষণের চলতি সূচকে শীর্ষে রয়েছে দিল্লি।

দিল্লিতে স্কুল-কলেজ বন্ধ রাখার পাশাপাশি সব ধরনের নির্মান কাজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছিলো অরবিন্দ কেজরিওয়াল সরকার। এবার সে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হচ্ছে।

 62 total views,  2 views today