নিজস্ব প্রতিনিধি – হনুমানের ভয়ে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে এক বিজেপি নেতার স্ত্রীর মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, উগ্র হিন্দুত্বের কথা বলেন তারা। হনুমানের পুজোও করে ঘটা করে। কিন্তু সেই পবন–পুত্র হনুমানের হাত থেকে বাঁচতে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিলেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার স্ত্রী। সংকটমোচনকে ভয় পেয়ে সংকট নামিয়ে আনলেন জীবনে। গুরুতর জখম হয়ে তার মৃত্যু হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায়। হনুমানের ভয়ে যিনি ছাদ থেকে ঝাঁপ দিলেন তিনি শামলির কৈরানা শহরের বিজেপি নেতা অনিল কুমার চৌহানের স্ত্রী সুষমা। বয়স ৫০। তিনি মঙ্গলবার বাড়ির ছাদে উঠেছিলেন। প্রতিবেশীরা জানান, এলাকায় বেশ কয়েকটি হনুমান উপদ্রব চালাচ্ছিল। সুষমা ছাদে যেতেই হনুমান সেখানে চলে আসে। এমনকী তাড়াও করে সুষমাকে। ভয়ে পেয়ে দোতলা বাড়ির ছাদ থেকে নীচে ঝাঁপ দেন সুষমা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
সূত্রে খবর, হনুমানের উপদ্রব নিয়ে উদ্বেগে উত্তরপ্রদেশ প্রশাসন। মথুরায় ১০০টি হনুমানকে বন্দি করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী হনুমান ধরপাকড়ের বিশেষ অভিযানও।
104 total views, 6 views today