নিজস্ব প্রতিনিধি – দেশের পরিবহণ ব্যবস্থায় বিপ্লব আনতে লালকেল্লা থেকে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ‘গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান’-এর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উত্তর-পূর্বের সমস্ত রাজ্যের রাজধানী-সহ গোটা দেশকে রেলপথে সংযুক্ত করতেই এই প্রকল্প বলে জানালেন তিনি। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য ১০০ লক্ষ কোটি টাকা খরচ করবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে গতিশক্তি প্রকল্পের ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী দিনে পিএম গতিশক্তি প্ল্যানের উদ্বোধন করব আমরা। এটি ১০০ লক্ষ কোটির একটি জাতীয় পরিকাঠামো প্রকল্প, যা দেশের সামগ্রিক পরিকাঠামোর ভিত্তি স্থাপন করবে এবং দেশের অর্থনীতিকে পথ দেখাবে।’ এই প্রকল্পের আওতায়, ৭৫ সপ্তাহে ভারত ৭৫ টি ‘বন্দে ভারত’ ট্রেন পাবে বলে জানিয়েছেন মোদী।

Loading