সাপ্তাহিক রাশিফল
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
সাপ্তাহিক রাশিফল ২৩ মে – ২৯ মে ২০২১
নীল শিবানন্দ কয়, আজ চারিদিকে দেখি শুধুই ক্ষয়
উন্নত বিজ্ঞান, শিক্ষিত মানুষজন তবে কেন এমন হয়?
নীলা বলে মানবের নিজের দোষে নিজের পরাজয়
হিংসা, লোভ ত্যাগে সেবা আর সাধনায় হবে শান্তিময়।
মেষ – আর্থিক ভাব মন্দ নয়। গুরুজনের সঙ্গ লাভ। গৃহ সংসারে ব্যয় যোগ। দাম্পত্য সুখ লাভ। চিকিৎসায় উন্নতিযোগ। চাকুরীতে দূরস্থানে বদলির সম্ভাবনা। শিল্পের নতুন চিন্তা পরিলক্ষিত।
বৃষ – স্বাস্থ্য বিষয় সতর্ক থাকুন। সাবধানতা অবলম্বন করুন। পন্ডিত ব্যক্তির সঙ্গলাভে জ্ঞানবৃদ্ধি। গুরুজনের স্বাস্থ্য বিষয়ে চিন্তার কারণ আছে। পত্নীর স্বাস্থ্য মন্দ নয়।
মিথুন – প্রেমে বাধা। দাম্পত্য কলহ যোগ। মানসিক কষ্ট ভোগ। কর্মস্থলে গোলযোগ। গুণীজনের সম্মানলাভ। ব্যবসায় লাভ যোগ। পাঠে মনোযোগ বৃদ্ধি পাবে।
কর্কট – কর্মস্থানে চাপ বৃদ্ধি। ব্যবসায় আশাতিত না হলেও মন্দ হবে না। পথে সাবধানতা অবলম্বন করুন। রক্তপাতের সম্ভাবনা দেখা যায়। পেটের রোগে ভোগ দাম্পত্য জীবন মন্দ নয়। অলসতা পরিলক্ষিত।
সিংহ – অর্থদন্ড ভোগ। জেদের বশে ক্ষতির সম্ভাবনা। সাহিত্যিক আলোচনায় মনোনিবেশ। হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। ব্যবসার সূচনা। পরগৃহে বাসের সম্ভাবনা।
কন্যা – ব্যবসায় অর্থনাশ যোগ। মানসিক অসন্তোষ। চাকুরীতে পরিবর্তনের সম্ভাবনা। বন্ধু বিরোধের সম্ভাবনা প্রবল। শিক্ষার অগ্রগতি। দেহ পীড়া ভোগ। সাবধানতা অবলম্বন করুন।
তুলা – ব্যবসায় দক্ষতা বৃদ্ধি। কর্মক্ষেত্রে চিন্তা বৃদ্ধি। গৃহে চুরির ভয়। দেহপীড়া, শ্বাসকষ্ট ভোগ। নিজ ও পত্নীর শরীরের প্রতি নজর রাখুন। সাবধানতা অবলম্বন করে চলুন। অযথা ঝুঁকি নেবেন না।
বৃশ্চিক – বাক্ সংযত করার চেষ্টা করুন। বদনাম হবার সম্ভাবনা দেখা যায়। আর্থিক উন্নতি যোগ। গৃহে অকারণে ঝামেলা। ভ্রমণের পরিকল্পনা। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য কলহ দেখা যায়। পত্নীর স্বাস্থ্যহানীর যোগ রয়েছে।
ধনু – সংসারে তৃতীয় ব্যক্তির আকর্ষণে শান্তির অভাব। কর্মক্ষেত্রে সম্মানহানী। হঠাৎ করে অর্থকষ্ট দেখা দেবে। চক্ষুপীড়া ভোগ হতে পারে।
মকর – গৃহে বন্ধু সমাগম। উশৃঙ্খলাতর জন্য দন্ডভোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ দেখা যায়। ব্যবসায় মন্দ যোগ রয়েছে। বুঝে চলার চেষ্টা করুন।
কুম্ভ – মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। বন্ধুবিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। দ্রব্যলাভ যোগ দেখা যায়। কর্মক্ষেত্রে যশ লাভ। প্রেমে বিষণ্ণতা। স্বাস্থ্য মন্দ নয়।
মীন – অর্থচিন্তা বৃদ্ধি পাবে। সন্তানের অবাধ্যতায় মনকষ্ট। পত্নীর স্বাস্থ্য উন্নতি। গুরুজনের জন্য ব্যয় বৃদ্ধি। ব্যবসায় সুযোগ লাভ। পূের্বর কাজে পুরষ্কার লাভ।