নিজস্ব প্রতিনিধি – পাকিস্তানের দ্বিতীয় ও পৃথিবীর ২৬তম বৃহত্তম শহর লাহোর। শহরটিতে এক কোটি ১০ লাখ লোকের বসবাস। সেখানে ক্রমবর্ধমান দূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঘোষণা করা হয়েছে লাহোরকে।

একটি বায়ুমান পর্যবেক্ষক কোম্পানীর বরাত দিয়ে এই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের বায়ুদূষণ আরো মারাত্মক রূপ নিয়েছে। জ্বালানি হিসেবে নিম্নমানের ডিজেল ব্যবহার ও শস্য পোড়নোর ধোঁয়াসহ শীতের ঠাণ্ডা তাপমাত্রায় স্থির মেঘের ধোঁয়াশার কারণে দেশটির বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হচ্ছে।  সুইস টেকনোলজি কোম্পানী আইকিউ এয়ার লাহোরের বায়ুমানের স্তর ৩৪৮ ঘোষণা করেছে। অথচ বায়ুমানের বিপদজনক স্তর ৩০০।

এদিকে, তীব্র ধোঁয়াশায় আচ্ছন্ন শহরবাসী। এ প্রেক্ষিতে নগরীর বাসিন্দা মোহাম্মদ সায়িদ বলেন, শিশুরা শ্বাসজনিত সমস্যায় ভুগছে।   আপনারা এর একটা সমাধান খুঁজে বের করুন।

 129 total views,  2 views today