নিজস্ব প্রতিনিধি- প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যবহার হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের আগের ছয়টি পর্বে রিভিউ নেওয়ার সুযোগ ছিল না। এবার দলগুলোকে সে সুযোগ দিচ্ছে আইসিসি। আগামী ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম পর্ব। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ইনিংসে দুইটি করে রিভিউ নিতে পারবে প্রতিটি দল। গত বছরের জুলাইয়ে করোনা মহামারিতে টি-টোয়েন্টিতে রিভিউ সিস্টেমে পরিবর্তন এনেছিল আইসিসি। তখন থেকে প্রতি ইনিংসে দুইটি করে রিভিউ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে দলগুলোকে। করোনায় এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত জটিলতায় দুই আম্পায়ারই স্বাগতিক দেশের থাকতেন। তবে বিশ্বকাপে সবগুলো ম্যাচেই থাকছেন আইসিসির প্যানেলভুক্ত নিরপেক্ষ আম্পায়ার। বিশ্বকাপে আগের নিয়ম অনুযায়ী কোনো ম্যাচের ফল হতে ন্যূনতম পাঁচ ওভারের নিয়ম বহাল থাকছে। তবে এই নিয়মের পরিবর্তন থাকবে সেমিফাইনাল ও ফাইনালের তিন ম্যাচের ক্ষেত্রে। এই তিন ম্যাচের ফলাফল আসার ক্ষেত্রে ন্যূনতম ১০ ওভার করে খেলতে হবে দুই দলকেই। অন্যথায় ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে।

Loading