নিজস্ব প্রতিনিধি- মোদী সরকারের তীব্র সমালোচনা করে বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, গত ছয় বছরে নির্বাচিত প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের ওপর পদ্ধতিগতভাবে আক্রমণ করার মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) দেশের প্রাতিষ্ঠানিক ভারসাম্য ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। শনিবার (২৭ ফেব্রুয়ারি) তামিলনাড়ুর থুথুকডির ভিওসি কলেজে এক কর্মসূচিতে রাহুল গান্ধী এই মন্তব্য করেন।
রাহুল বলেন, ‘যদি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যের অবনতি হয়, তাহলে রাষ্ট্র অশান্ত হয়। ধর্মনিরপেক্ষতা আমাদের সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তি। দেশে ধর্মনিরপেক্ষতার উপরে আক্রমণ করা হচ্ছে। আরএসএস এবং বিজেপি এর নেতৃত্ব দিচ্ছে। এটি কেবল সংবিধানের উপর আক্রমণ নয় ইতিহাস ও সংস্কৃতিতেও আক্রমণ। এটি বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী উপযোগী কি না, এটা প্রশ্ন নয়। প্রশ্ন কার জন্য নরেন্দ্র মোদি উপযোগী? নরেন্দ্র মোদি কেবল দু’জনের জন্যই দরকারি, যারা নিজেদের সম্পদ বাড়াতে তাকে ব্যবহার করছেন এবং দরিদ্রদের জন্য অনর্থক।’
রাহুল গান্ধী চীন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘চীন ভারতের কয়েকটি কৌশলগত অঞ্চল দখল করেছে। প্রথমে তারা ডোকলামের ধারণাটি পরীক্ষা করেছিল, তারা দেখেছে যে ভারত কোনো প্রতিক্রিয়া দেখায় না। তারপরে তারা সেই ধারণাটির পুনরাবৃত্তি করেছিল লাদাখ, অরুণাচল প্রদেশে। এই সরকারের আমলে, দেপসাং-এ আমাদের ভূমি ফেরত আসবে না।’
প্রধানমন্ত্রী মোদি মনে করেন তিনি তামিলনাড়ুকে রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু আমরা রিমোট থেকে ব্যাটারি সরিয়ে নেব এবং সেগুলো থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নেবো বলেও রাহুল গান্ধী মন্তব্য করেন।
182 total views, 2 views today