নিজস্ব প্রতিনিধি – আদিবাসী যোদ্ধাদের সম্মান জানাতে আগামী সপ্তাহে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মধ্য প্রদেশ সরকার। রাজ্যের রাজধানী ভোপালে আয়োজিত সেই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে শহরে তার উপস্থিতি হবে বড়জোর চার ঘণ্টা এবং মঞ্চে থাকবেন মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিট। অথচ সেই অনুষ্ঠানের জন্যই অন্তত ২৩ কোটি টাকা খরচ করছে শিবরাজ সিং চৌহান সরকার।
আদিবাসী যোদ্ধা বিরসা মুণ্ডার স্মরণে আগামী ১৫ নভেম্বর জনজাতীয় গৌরব দিবস উদযাপন করবে মধ্য প্রদেশ সরকার। সেদিন জাম্বুরি ময়দানের সমাবেশে প্রধানমন্ত্রী মোদী ভাষণ দেবেন এবং দেশটির প্রথম সরকারি-বেসরকারি অংশীদারত্বে নির্মিত হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন।
ভোপালে মোদীর সেই অনুষ্ঠানে জন্য এক সপ্তাহ ধরে তিনশ’ জনেরও বেশি শ্রমিক জাম্বুরি ময়দানে কাজ করছেন। বানানো হয়েছে পাঁচটি সুবিশাল গম্বুজ। আদিবাসীদের জন্য তৈরি হচ্ছে বড় বড় প্যান্ডেল। ময়দান চত্বর আদিবাসী চিত্রকলা ও আদিবাসী সম্প্রদায়ের গুণীজনদের ছবি দিয়ে সাজানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধ্য প্রদেশের ৫২টি জেলার মানুষ। তাদের যাতায়াত, খাওয়া-দাওয়া ও থাকার জন্য ১২ কোটি টাকার বেশি খরচ করা হবে। মঞ্চের পাঁচটি গম্বুজ, তাবু, ময়দান সাজানো এবং অনুষ্ঠানের প্রচারের জন্য খরচ হচ্ছে নয় কোটির বেশি।
করোনাভাইরাস মহামারির মধ্যে গোটা বিশ্বের মতো ভারতের অর্থনীতিও যখন ধুঁকছে, তখন একটি অনুষ্ঠানের জন্য বিপুল অর্থ ব্যয় নিয়ে এরই মধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এর পেছনে বিজেপির রাজনৈতিক স্বার্থই দেখছেন বিশ্লেষকেরা।
84 total views, 4 views today