নিজস্ব প্রতিনিধি – এবার ছবির শুটিং হবে মহাকাশে। সেই লক্ষ্যে ছবির পরিচালক, অভিনেত্রী সহ এক মহাকাশচারী মহাকাশযান ‘সোয়ুগ’ চেপে পাড়ি জমালেন মহাকাশে। ভারতীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে রওনা হল ওই মহাকাশযান। সৌজন্যে রাশিয়ান স্পেশ এজেন্সি রসকসমস। এই প্রথম কোনও ছবির শুটিং হতে চলেছে মহাকাশে। জানা গিয়েছে, ছবির নাম ‘দ্য চ্যালেঞ্জ’। ছবির শুটিং হবে ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে। প্রায় ৩৫ মিনিটের দৃশ্য শুট হবে মহাকাশেই। সেক্ষেত্রে একটানা প্রায় ১২দিন মহাকাশেই থাকবেন পরিচালক ক্লিম শিপেঙ্কো এবং অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড।