নিজস্ব প্রতিনিধি – মমতার পাশেই আছি, নতুন করে তৃণমূলে যোগ দেওয়ার দরকার নেই’। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রাহ্মণ্যম স্বামী। বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ সাম্প্রতিক  কালে স্বামীর সঙ্গে বিজেপি-র সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূলে যোগ না দিলেও বিজেপি সাংসদের অবস্থান দিল্লি রাজনীতিতে জোর জল্পনা তৈরি করেছে।

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সুব্রাহ্মণ্যম স্বামী। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠকও হয়। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বিজেপি-র রাজ্যসভার সাংসদকে প্রশ্ন করা হয়, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন কি না। স্বামীর সংক্ষিপ্ত জবাব, ‘আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি। আলাদা করে তৃণমূলে যোগ দেওয়ার প্রয়োজন নেই’।

 178 total views,  6 views today