নিজস্ব প্রতিনিধি – ভারতে গমনের জন্য সব দেশে নাগকিরদেরকে ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের ভিসা ইস্যু করছে ভারতীয় সহকারি হাই কমিশন। কমিশন সূত্রে বলা হয়েছে, ‘ভিসার আবেদন করার সময় যে রুট দিয়ে ভারত যেতে আগ্রহী সে রুট উল্লেখ করলে ভিসায় সে রুট দেওয়া হয়। ’ এসময় ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসা, ব্যবসা ভিসাসহ অন্যান্য ভিসাও চালু হয়েছে।
158 total views, 2 views today