নিজস্ব প্রতিনিধি – ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম। গতকাল দেশটিতে ৫১ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন ১ হাজার ১৮৩ জন। আজ শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৪৩। মারা যাওয়া মানুষের মোট সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩। ভারতে টানা ১৯ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। ভারত কি করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে পারবে. ভারতে এখন পর্যন্ত ৩১ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ বেশ খানিকটা স্তিমিত হয়ে এলেও মাস দেড়েকের মধ্যে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে সম্ভাব্য তৃতীয় ঢেউকে ভয়াবহ করে তুলতে পারে করোনার নতুন ধরন ‘ডেলটা প্লাস’। এর আগে করোনার ডেলটা ধরন ভারতে বিপর্যয় ডেকে এনেছে। করোনার অতি সংক্রামক এই ধরন ভারতেই প্রথম শনাক্ত হয়েছিল। গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়তে থাকে। গত ৭ মে ভারতে এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছিল। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্তের রেকর্ড ভারতের। গত ৪ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ জুন ছাড়ায় তিন কোটির মাইলফলক। আর গত ২৩ মে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়ায়। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে যথাক্রমে ভারত ও ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত।

Loading