নিজস্ব প্রতিনিধি- ভারতে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। প্রতিদিন গড়ে দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছে শত শত মানুষ। করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতে উচ্চ সংক্রমণ অব্যাহত রয়েছে। দেশটিতে একদিনে আরও ১ লাখ ৬০ হাজারের বেশি শনাক্ত হয়েছে। ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৬০ হাজার ৬৯৪ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৮৮০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া মোট ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজারের বেশি সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃতের হিসাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির অবস্থান অবশ্য চতুর্থ। আগের দিন ভারতে রেকর্ড ১ লাখ ৬৯ হাজার ৯১৪ জন শনাক্ত হয় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিন মারা যান ৯০৪ জন। এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ৭২ লাখ সাড়ে ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৫৮ হাজার ৬৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪ লাখ সাড়ে ৩৩ হাজারের বেশি।
116 total views, 2 views today